হ্যাঁ, প্রথমবারের মতো ‘এই কবরের দেশে’ শিরোনামে একটি গানের সুর করেছেন সামির। গাজী তানভীর আহমেদের কথায় গানটির সংগীতায়োজনে রোজেন রহমান।
গানের দুটি দুটি লাইন হচ্ছে- ‘আমি ভ্রমে লাফাই, করি বড়াই খ্যাতি জায়গা বাড়ি/অহংবোধে বিচ্ছেদ করি আপন রক্ত নাড়ি/কি হবে রে এসব করে, হারজিতের এই মিছে ঘরে/ঠিকানা না তো একটাই তোমার এই কবরের পাশে। ’
গানটি সুর করা প্রসঙ্গে সামির ইমতিয়াজ বুলবুল বলেন, ‘শৈশব থেকেই গানের সঙ্গে থাকার ইচ্ছে পোষণ করি। বাবার সঙ্গে বিভিন্ন সময় ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করেছি। গিটার, কি-বোর্ড, ড্রাম, বেজ- এসব যন্ত্রে আমার বেশ দখল আছে। গাইতেও পারি। এখন সবার দোয়া-ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ওএফবি