ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘মায়া- দ্য লস্ট মাদার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘মায়া- দ্য লস্ট মাদার’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও চলচ্চিত্র গবেষক মাসুদ পথিক বানিয়েছেন ‘মায়া- দ্য লস্ট মাদার’ নামের সিনেমা। দীর্ঘ তিন বছরের লড়াই আর চড়াই-উৎরাই পেরিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরের শেষের দিকে।

তারই ধারাবাহিকতায় শনিবার (২ নভেম্বর) বিকেল ৩ টায় সিনেমাটির ১ মিনিট ২১ সেকেন্ডের প্রথম টিজার রিলিজ হচ্ছে।  

আগামী ২০ নভেম্বর মায়া’র ট্রেলার রিলিজ হবে এবং ধারাবাহিকভাবে সিনেমার গানগুলো প্রকাশ করা হবে- সিনেমার নিজস্ব পেজ থেকে।

এছাড়া আগামী ডিসেম্বরে মু্ক্তি পাবে ‘মায়া-দ্য লস্ট মাদার’। তারিখ চূড়ান্ত না হলেও ডিসেম্বরের যেকোনো শুক্রবার এটি মুক্তি পাবে। আর সেই তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে নির্মাতা মাসুদ পথিক বাংলানিউজকে জানিয়েছেন।

‘মায়া’ সিনেমার একটি দৃশ্যশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘ মায়া’ সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ পথিক।  

এতে অভিনয়ে দেখা যাবে, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার,  সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী,  নারগিস আক্তার, লীনা ফেরদৌসী,  ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন- ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী, পুজা ও মমতাজ।
 
নেকাব্বরের মহাপ্রায়াণ’খ্যাত মাসুদ পথিকের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হলো বাংলাদেশে। সিনেমাটিতে নতুন বাংলা, বাংলা মাকে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।