২২ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আদালতের স্থগিতাদেশের জন্য তা আটকে গেল।
সিনেমাটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তাদের অভিযোগ, সিনেমাটির ট্রেলারে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর মাথায় যে তেল মেখে চুল গজানোর দৃশ্য দেখানো হয়েছে, সেই তেলের বোতলটি হুবহু ওই প্রতিষ্ঠানের একটি পণ্যের সঙ্গে মিলে গেছে। তবে বোতলের গায়ে তাদের মোড়ক ছিল না।
পাশাপাশি ইউটিউব ও অন্যান্য মাধ্যম থেকে ‘টেকো’র সকল দৃশ্য, যাতে ওই তেলের বোতল দেখানো হয়েছে, তা তুলে ফেলারও নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ‘টেকো’র পোস্টার প্রকাশের পর সিনেমাটি সমালোচনার মুখে পড়েছিল। পোস্টারটি দেখে অনেকে আয়ুষ্মান খুরানার হিন্দি সিনেমা ‘বালা’র নকল বলে দাবি করেন। কারণ একই ধারণার উপর দুইটি সিনেমাই নির্মিত। আর চলতি সপ্তাহে ‘বালা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
যদিও এ প্রসঙ্গে পরিচালক অভিমন্যু দাবি করেছেন, ‘বালা’র আগেই তারা ‘টেকো’ নিয়ে ভেবেছিলেন এবং কাজ শুরু করেছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
জেআইএম