ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে শিল্পকলার মঞ্চে ‘দেবী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
হুমায়ূন আহমেদ স্মরণে শিল্পকলার মঞ্চে ‘দেবী’ ‘দেবী’ নাটকের একটি দৃশ্য

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছে নাটক ‘দেবী’।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় নাট্যশালায় ‘দেবী’র প্রদর্শনী শুরু হবে। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নাট্যদল বহুবচন প্রযোজিত একই নামের এই নাটকের নির্দেশনায় আরহাম আলো।

এতে নির্দেশক আরহাম ছাড়াও অভিনয় করেছেন তৌফিকুর রহমান, মনু মাসুদ, ম্যাগডিলিন গমেজ রীনা, হ্যাপী সিকদার, সালাউদ্দীন আহমেদ, রুমানা হোসেন,  স্বর্ণা, মোহাম্মদ উল্লাহ মাহমুদ, আয়শা মনি, রচনা, সাহিত্য, তাপস, আলো দীপক, জেসমিন, কবিতা, আশিক, সাগর, রাত্রী প্রমুখ।

হুমায়ূন আহমেদনাট্যদল বহুবচন স্বাধীনতা-উত্তর সংগঠিত অন্যতম পুরোনো নাটকের দল। ১৯৭২ সালে নাট্যদলটি পথচলা শুরু করে। এখনো পর্যন্ত ২২টি নাটক প্রযোজনা করেছে দলটি। ‘আমাদের নাটক মানে শুরু নাটকীয়তা নয়, নাটকের চিরাচরিত আঙ্গিকের বিরুদ্ধে বিদ্রোহ’- এই স্লোগানে মঞ্চে দ্যুতি ছড়িয়ে আসছে বহুবচন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।