ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বছরে বাপ্পির প্রথম গানচিত্র ‘মাতাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
নতুন বছরে বাপ্পির প্রথম গানচিত্র ‘মাতাল’ বাপ্পি

নতুন বছরের শুরুতেই ‘মাতাল’ শিরোনামের গানচিত্র প্রকাশ করলেন সেরাকণ্ঠ তারকা প্রদীপ্ত বাপ্পি। সজীব দাসের সুর-সংগীতায়োজনে বাপ্পির নতুন এ গানের কথায় তারেক আনন্দ।

এ গান প্রসঙ্গে প্রদীপ্ত বাপ্পি বলেন, গানের সঙ্গেই আছি। তবে গান কম প্রকাশ করলেও ভালো গান করার চেষ্টা করি সবসময়।

তবে এ গান-ভিডিওটি তরুণ প্রজন্মের দর্শক-শ্রোতার জন্য করেছি। গান প্রকাশের পর থেকেই ভালো সাড়া মিলছে।

এ গানে মূল মডেল হিসেবে রয়েছেন আসিফুর রহমান এবং আফসানা আফরোজ। গানের ভিডিও নির্মাণ করেছেন আদিফ হাসান। এটি প্রকাশ পেয়েছে রেইন মিউজিক’র ইউটিউব চ্যানেলে।

এদিকে বাপ্পি নিয়মিত টিভি অনুষ্ঠানের পাশাপাশি দেশব্যাপী স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। সংগীত ক্যারিয়ারে একক ও দ্বৈত মিলিয়ে তার ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে। তার কভার করা ‘আমি তোমার নাম লইয়া কান্দি’, ‘আমার মাঝে আমিটা কেনো খুঁজে পাই না’, ‘আয়ুব বাসা’ প্রভৃতি গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।