ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বছরের প্রথম প্লেব্যাক মোমিন বিশ্বাসের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
নতুন বছরের প্রথম প্লেব্যাক মোমিন বিশ্বাসের মোমিন বিশ্বাস

সম্প্রতি অডিও-প্লেব্যাক মিলিয়ে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই গাইলেন আরও একটি সিনেমার গান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ‘হৃদয় জুড়ে একজনই’ শিরোনামে গাইলেন ‘সানাই’ নামের সিনেমার জন্য। গানটির কথা ও সুর করেছেন ফিলিপ গোমেজ।

দেশ মিডিয়া প্রযোজিত সিনেমার পরিচালক স্বাধীন ফয়সাল।

এ গান প্রসঙ্গে মোমিন বিশ্বাস বলেন, সিনেমার গানের প্রতি বরাবরই আমার দুর্বলতা রয়েছে। গানের এ মাধ্যমে গাইতে পারাটা আমার কাছে সম্মানের ও গর্বের মনে হয়। আমাকে দিয়ে সুন্দর এ গানটি গাওয়ানোর জন্য সিনেমা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। সিনেমায় গানের সোনালী সময় ফিরে আসুক।

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের হাত ধরে রাজশাহীতে উস্তাদ কাজী মন্টু’র কাছে মোমিন বিশ্বাসের গানের হাতেখড়ি। এরপর গুণী সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী’র সান্নিধ্যে অনেক দিন কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।