বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছে থিয়েটার আর্ট ইউনিটের সারা জাগানো নাটক ‘গোলাপজান’র ১৪০তম প্রদর্শনী। এর মাধ্যমে নতুন বছরে প্রথম মঞ্চে উঠছে নাট্যদলটি।
গোলাপজান হলো আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি।
বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ওএফবি