ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন বছরে ‘গোলাপজান’ দিয়ে মঞ্চে উঠছে থিয়েটার আর্ট ইউনিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
নতুন বছরে ‘গোলাপজান’ দিয়ে মঞ্চে উঠছে থিয়েটার আর্ট ইউনিট নতুন বছরে ‘গোলাপজান’ দিয়ে মঞ্চে উঠছে থিয়েটার আর্ট ইউনিট

থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা ‘গোলাপজান’। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন রোকেয়া রফিক বেবী। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছে থিয়েটার আর্ট ইউনিটের সারা জাগানো নাটক ‘গোলাপজান’র ১৪০তম প্রদর্শনী। এর মাধ্যমে নতুন বছরে প্রথম মঞ্চে উঠছে নাট্যদলটি।

গোলাপজান হলো আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি।  

বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।