ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী শেফালিকে সম্মান করতেন বাবা: সন্দীপ রায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
অভিনেত্রী শেফালিকে সম্মান করতেন বাবা: সন্দীপ রায় সন্দীপ রায়-সত্যজিৎ রায়-শেফালি

প্রয়াত হয়েছেন বাঙালি ক্যাবারে নর্তকী-অভিনেত্রী আরতি দাস তথা মিস শেফালি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কলকাতায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তাকে বলা হতো ‘কুইন অব ক্যাবারে’।

মিস শেফালির অভিনয় আর নৃত্যদক্ষতার খবর পৌঁছে গিয়েছিল বিশপ লেফ্রয় রোডের রায় বাড়িতেও। শেফালি নিজেই তার বইয়ে লিখে গেছেন সেই কথা।

তার সম্পর্কিত বইয়ে তিনি লিখেছেন, সত্যজিৎ রায় ফোন দিয়েছিলেন। ‘আমি সত্যজিৎ রায়’- পরিচয় দিয়ে বললেন, আমার নাম শুনেছেন হয়তো।  

হ্যাঁ, সেখান থেকেই শুরু। তারপর সত্যজিতের ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০) এবং ‘সীমাবদ্ধ’ (১৯৭১) সিনেমায় অভিনয় করেন শেফালি।

সদ্য প্রয়াত এ অভিনেত্রী প্রসঙ্গে নির্মাতা ও সত্যজিতপুত্র সন্দীপ রায় পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে বলেন, বাবার কাছেই শুনেছি, শেফালিকে কোনো দৃশ্য একবার বুঝিয়ে দিলে দ্বিতীয়বার আর বলতে হতো না। খুবই প্রাণবন্ত সহজ অভিনয় করতেন তিনি। অভিনেত্রী হিসেবে শেফালিকে সম্মান করতেন বাবা।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।