ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাগুরায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘লাল জমিন’ মঞ্চায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
মাগুরায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘লাল জমিন’ মঞ্চায়ন

মাগুরা: মাগুরায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ ‘লাল জমিন’ নাটক মঞ্চায়িত হয়েছে।

‘শুন্যেই মুক্তি, শুন্যেই মিলন’ স্লোগানে শূন্যন রেপার্টরি থিয়েটারে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে মাগুরা পুলিশ লাইন্স মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।

মাগুরা জেলা পুলিশের আয়োজনে মান্নান হীরা রচিত, সুদীপ্ত চক্রবর্তীর নির্দেশনায় পুরো নাটকটিতে একক অভিয়ন করেন দেশের মঞ্চ নাটকের খ্যাতিমান অভিনেত্রী মোমেনা চৌধুরী।

নাটকটি মঞ্চায়ন শেষে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অংশ নেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, এসপি তারিকুল ইসলাম ও মোমেনা চৌধুরী।

‘লাল জমিন’ নাটকটি প্রদর্শনের আগে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অবির হাসান সিদ্দিকী শুভ্র ও এসপি তারিকুল ইসলামের পত্নী সোহানা তারিক।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।