সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শুরু করবে স্টার মুভিজ ও স্টার মুভিজ সিলেক্ট এইচডি। শুরুতে রেড কার্পেট পর্ব দেখা যাবে ছোট পর্দায়।
যারা শীতের সকালে কষ্ট করে উঠে অনুষ্ঠানটি দেখতে ব্যর্থ হবেন, তাদেরও হতাশ হওয়ার কারণ নেই। অনুষ্ঠানটি স্টার মুভিজ চ্যানেলে সোমবার রাত ৯টায় পুনঃপ্রচার করা হবে।
৯২তম অস্কার পুরস্কারের দৌঁড়ে সবচেয়ে এগিয়ে আছে ‘জোকার’। সিনেমাটির ঝুলিতে রয়েছে ১১টি মনোনয়ন। অপরদিকে ১০টি করে মনোনয়ন নিয়ে জোকারের প্রতিদ্বন্দ্বিতা করছে ‘দ্য আইরিরশম্যান’, ‘১৯১৭’ এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমা দু’টি। ‘জো জো র্যাবিট’, ‘লিটল উইমেন’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘প্যারাসাইট’ ৬টি করে মনোনয়ন পেয়ে লড়ছে। আর অভিনয়ের শ্রেষ্ঠত্বের দৌঁড়ে এগিয়ে আছেন হোয়াকিন ফিনিক্স, রেনে জেলওয়েজার, ব্র্যাড পিট, লরা ডার্ন প্রমুখ।
আরও পড়ুন: ৯২তম অস্কার পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এমকেআর