বুধবার (১৯ ফেব্রুয়ারি) বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতি ছিলেন সংগীতশিল্পী তপু, শাহেদ, এফ এ সুমন, সংগীত পরিচালক মেহেদী লং, কিশোর পলাশ’সহ আরও অনেকে।
এরই মধ্যে মেলায় ব্যাপক সাড়া ফেলেছে ‘স্যামুয়েলের ডায়েবি’। প্রথম দিন থেকেই পাঠকদের নজর কেড়ে আসছে বইটি। বইটি বিক্রির দিক থেকে শীর্ষস্থানে রয়েছে বলে বাতিঘর কর্তৃপক্ষ জানিয়েছে।
বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। এর মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। পাওয়া যাচ্ছে বাতিঘর প্রকাশনীর ৪৪৪-৪৫-৪৬ নম্বর স্টলে।
বইটি পড়লে বর্তমান প্রজন্ম দর্শন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বলে লেখক স্যামুয়েল হক জানিয়েছেন। যদিও এই বইয়ে লেখকের নিজস্ব কিছু কথা আছে। সেটা গল্পের ছলে লেখা হয়েছে। এর ভেতর রয়েছেন দর্শন ও গবেষণাধর্মী সুগভীর বার্তা।
বইটি মানববোধ জাগ্রত করবে। যেখানে প্রাচীনতম জ্ঞানীদের অমৃতজ্ঞানের সঙ্গে বর্তমানের গভীর সংযোগ রাখা হয়েছে। সৃষ্টির আদি রহস্য নিয়ে মানুষের কৌতূহল চিরকাল। সে সব জিজ্ঞাসা বা রহস্যের সাবলীল উচ্চারণ রয়েছে এই গ্রন্থে। পাঠকদের সমৃদ্ধ করতেই প্রকাশিত হলো লেখক স্যামুয়েল হকের দ্বিতীয় প্রকাশনা ‘স্যামুয়েলের ডায়েরি’। এর আগে প্রকাশিত হয়েছিল তার প্রথম গবেষণাধর্মী বই ‘প্রণয়’।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ওএফবি