ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টপ চার্ট

হলিউডে এগিয়ে ‘অনওয়ার্ড’, বলিউডে ‘আংরেজি মিডিয়াম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
হলিউডে এগিয়ে ‘অনওয়ার্ড’, বলিউডে ‘আংরেজি মিডিয়াম’

করোনা ভাইরাসের থাবা পড়েছে বিনোদন জগতেও। অনেক সিনেমার শুটিং যেমন বন্ধ হয়েছে, তেমনি অনেক সিনেমার মুক্তিও পিছিয়েছে। সিনেমা হলও বন্ধ হয়েছে অসংখ্য। ফলে সিনেমা হলে চলতি সিনেমাগুলোর আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি সপ্তাহে হলিউডে শীর্ষে রয়েছে ‘অনওয়ার্ড’ এবং বলিউডে শীর্ষে রয়েছে ‘আংরেজি মিডিয়াম’।

বাংলাদেশের দর্শক-শ্রোতা শুধু বিশ্বখ্যাত সিনেমা নয়, সাড়া জাগানো গানগুলোও উপভোগ করে থাকেন। তাই শীর্ষস্থানীয় সিনেমা ও গানের টপ চার্ট নিয়ে বাংলানিউজে থাকছে সাপ্তাহিক বিশেষ আয়োজন।

হলিউড টপ চার্ট:
১। অনওয়ার্ড
২। দ্য ইনভিজিবল ম্যান 
৩। দ্য ওয়ে ব্যাক
৪। সনিক দ্য হেজহগ
৫। দ্য কল অব দ্য ওয়াইল্ড

বিলবোর্ডের শীর্ষ দশ গান: 
১। দ্য বক্স
২। লাইফ ইজ গুড
৩। ডোন্ট স্টার্ট নাউ
৪। সার্কলস
৫। স্টুপিড লাভ
৬। রোক্সেন
৭। ব্লাইন্ডিং লাইটস
৮। ডান্স মাঙ্কি
৯। মেমোরিস
১০। ইনটেনশনস

বলিউড টপ চার্ট: 
১। আংরেজি মিডিয়াম 
২। বাঘি থ্রি
৩। থাপ্পড়
৪। শুভ মঙ্গল জ্যাদা সাবধান
৫। ভূত: দ্য হন্টেড শিপ

বলিউডের সেরা দশ গান:
১। দাস বাহানে ২.০
২। মুকাবলা
৩। হান ম্যায় গলত
৪। পেয়ার তেনু কারদে গাবরু
৫। ইল্লিগাল ওয়েপন ২.০
৬। শায়দ
৭। ভাঙ্কাস
৮। মেহরামা
৯। মলং (টাইটেল ট্র্যাক)
১০। গরমি

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।