ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাসেল জায়েদীর প্রথম চলচ্চিত্র ‘যত জংলা পাখির ভিড়ে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
রাসেল জায়েদীর প্রথম চলচ্চিত্র ‘যত জংলা পাখির ভিড়ে’ রাসেল জায়েদী

তরুণ নির্মাতা রাসেল জায়েদী প্রায় ১৫ বছর ধরে নাটক ও টেলিফিল্মের পাশাপাশি মূলত বিজ্ঞাপন নির্মাণ করছেন। এবার তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক করছেন।

‘যত জংলা পাখির ভিড়ে’ নামের চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ১২ অক্টোবর। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। জায়েদী জানান, সিরাজগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হবে।  

সিনেমা সম্পর্কে জাযেদী বলেন, একটি উপজেলা শহরের মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষের জীবনের প্রেম, জীবিকা আর নানাবিধ সঙ্কট নিয়ে গল্প তৈরি হয়েছে এই চলচ্চিত্রের। এটি নির্মিত হচ্ছে ওয়ান জিরো জিরো লিমিটেডের ব্যানারে। সিনেমাটিতে অভিনয় করছেন, অশোক ব্যাপারি, লুসি তৃপ্তি গোমেজ, আশরাফুল আশিষ, খালিদ মাহমুদ তুর্য, প্রিয়াম অর্চি, জিসান, ইকবাল আহমেদ, সন্দীপ রয়, মামুন বিশ্বাসসহ আরও অনেকে।   

নির্মাতা জায়েদী জানান, সাধারণ মানুষের গল্প বলার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়। মানুষ যেন সিনেমটিকে মনে রাখে তার জন্য সবধরণের প্রয়াস করে যাচ্ছেন তিনি। আর এটা তার প্রথম সিনেমা হওয়ায় বেশ বড় একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।