ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি তথ্য মন্ত্রণালয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
শুক্রবার থেকে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি তথ্য মন্ত্রণালয়ের

অবশেষে প্রায় ৬ মাস পর আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের সব প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হচ্ছে। প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

 

করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রেক্ষাগৃহের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়ে তথ্য মন্ত্রণালয় বুধবার (১৪ অক্টোবর) একটি পত্র জারি করেছে।  

এর আগে চলচ্চিত্র অঙ্গণের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।  

এদিকে জানা যায়, বিরতি ভেঙে প্রেক্ষাগৃহ খোলার প্রথম দিনে নতুন চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে হিরো আলম অভিনীত ‘সাহসী হিরো আলম’।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।