ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুর্গোৎসবের গান ‘ঢাক বাজা, কাসর বাজা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
দুর্গোৎসবের গান ‘ঢাক বাজা, কাসর বাজা’ ‘ঢাক বাজা, কাসর বাজা’র পোস্টার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কণ্ঠশিল্পী রায় শ্রীপর্না নিয়ে এলেন নতুন গান। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ‘ঢাক বাজা, কাসর বাজা’ শিরোনামের গানচিত্রটি প্রকাশ পেয়েছে শিল্পীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

শ্রীজি প্রডাকশনের ব্যানারে প্রকাশিত ‘ঢাক বাজা, কাসর বাজা’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। ভিডিওটির কনসেপ্ট অ্যান্ড ডিরেকশনে ছিলেন রায় শ্রীপর্না এবং পার্শ্বিক, সিনেমাটোগ্রাফি ও এডিট করেছেন মঞ্জিত দেববর্মা।  

গানটি প্রসঙ্গে রায় শ্রীপর্না বলেন, আমি অনেক খুশি। কারণ এই করোনাকালেও দুর্গাপূজা উপলক্ষে আমার শ্রোতাদের জন্য গান প্রকাশ করতে পেরেছি। শ্রোতাদের ভালো লাগাই আমার কাছে ভালো লাগা। ভবিষ্যতে আরেও ভালো গান উপহার দিতে চাই। সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই।

রায় শ্রীপর্না ত্রিপুরা রাজ্যের মেয়ে। তিনি ভারতের ক্লাসিক্যাল মিউজিকে গোল্ডমেডেলিস্ট। তার একের অধিক অ্যালবাম রয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশে তার ভক্ত রয়েছে। গত বছর ‘দ্যা লিজেন্ড’ নামে কাভার সং প্রকাশ পায় রায় শ্রীপর্নার। গানটি বেশ প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।