অর্পিতা সরকারের গল্প অবলম্বনে নিজের চিত্রনাট্যে অভিজিৎ ঘোষ শুভ পরিচালনা করেছেন টেলিফিল্ম ‘গল্পটা আমার’। এতে রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে।
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, জন্মদিন পালন করতে প্রেমিকের বাসায় যান ফারিন। রাতে সেখান থেকে ফেরার পথে গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকেন তিনি। অনেকক্ষণ অপেক্ষা করে কোন গাড়ি পাচ্ছিলেন না।
এ সময় একটা মাইক্রোবাস তার সামনে দাঁড়ায়। ড্রাইভার কোথায় যাবেন বলে ডাকাডাকি করে। ফারিন গন্তব্য বললে ড্রাইভার তাকে গাড়িতে উঠতে বলেন। গাড়িতে আরও কয়েকজন লোক ছিল। ফারিন একটু দ্বিধা করলেও বোরকা পরা একজনকে দেখে আশ্বস্ত হয়। কিছুদূর যাওয়ার পর গাড়ির ভেতরের লোকজনের আচরণ তার ভেতরে সংশয় তৈরি করে। নেমে যাবে সে উপায়ও নেই। তারা গাড়ি থামাচ্ছে না। এক পর্যায় তিনি গাড়ির মধ্যে ধর্ষণের শিকার হন।
মনোজ কুমার ও তাসনিয়া ফারিন জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি ‘গল্পটা আমার’।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
জেআইএম