ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাহতাবের গল্পে সজল-নাদিয়ার ‘প্রিয় কবিতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
মাহতাবের গল্পে সজল-নাদিয়ার ‘প্রিয় কবিতা’

তরুণ লেখক মাহতাব হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘প্রিয় কবিতা’। সরদার রোকনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ আবদুন নূর সজল ও সালহা খানম নাদিয়া।

 

সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরার বেশকিছু লোকেশনে।  

নাটকটি প্রসঙ্গে মাহতাব হোসেন বলেন, সরলরেখার প্রেমের গল্প নয় এটি, সমসাময়িক প্রণয়ের গল্পের মতো যে প্রণয় অন্তরালে গড়ে ওঠে, ঠুনকো সমস্যা সে প্রণয় পরিণতির দিকে যায় না। কিন্তু হৃদয়ের গভীরে যে প্রেম আঁচ ফেলে যায় তার অর্থ আছে, এমনই একটি সহজ অথচ এলোমেলো পথে বয়ে যাওয়া সম্পর্কের কথা বলা হয়েছে নাটকে।  

অভিনেতা আবদুন নূর সজল বলেন, নতুন একটি চরিত্র। গল্পে একটি সামাজিক বার্তা আছে। এই নাটকে আমি একজন শারীরিক প্রতিবন্ধী কবি।  

পরিচালক সরদার রোকন বলেন, একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প।  

শুক্রবার (০৬ নভেম্বর) আরটিভিতে রাত ৮ টায় ‘প্রিয় কবিতা’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।