আচ্ছন্নভাব কাটিয়ে চোখ খুলে তাকিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সাড়াও দিচ্ছেন তিনি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে মেডিক্যাল বুলেটিনে সৌমিত্রের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কিংবদন্তি অভিনেতার সংকট অবস্থা না কাটলেও, এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও তা ধীরে ধীরে কাটিয়ে উঠছেন প্রবীণ এই অভিনেতা।
গত সাতদিনের কঠিন পরিস্থিতি থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় বেরিয়ে এসেছেন বলেও জানানো হয়। মেয়ের ডাকে সাড়া দিয়েছেন তিনি এবং চোখও খুলছেন। যা ইতিবাচক। তবে এক দিন অন্তর তার ডায়ালিসিস এখনো চলছে।
প্রায় এক মাসের কাছাকাছি সময়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি সৌমিত্র। চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের অভ্যন্তরীণ রক্তক্ষরণ আপাতত নিয়ন্ত্রণে এসেছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দিতে হয়েছে।
করোনার রিপোর্ট নেগেটিভ থাকলেও ৮৫ বছর বয়স এবং কো-মর্বিডিটি থাকায় সৌমিত্রের শারীরিক পরিস্থিতি হঠাৎ করেই খারাপ হচ্ছে। তার কিডনির সমস্যাটা প্রকট। তবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
জেআইএম