ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘লাল মোরগের ঝুঁটি’র শুটিং সম্পন্ন হতে সময় লাগলো ৪ বছর 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
‘লাল মোরগের ঝুঁটি’র শুটিং সম্পন্ন হতে সময় লাগলো ৪ বছর  ‘লাল মোরগের ঝুঁটি’র একটি দৃশ্য

২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’র শুটিং শুরু হয় ২০১৬ সালে। শুটিং শুরুর পর বহুল আলোচিত এই সিনেমাটি নানা জটিলতার মধ্যে পড়ে।

অবশেষে ৪ বছর পর সম্প্রতি সম্পন্ন হয়েছে এর শুটিং।  

এতদিন পর শুটিং সম্পন্ন করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নির্মাতা। মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দর্শকদের দেখাতে চান তিনি।
 
নূরুল আলম আতিক বলেন, শুটিং শেষ করতে পেরেছি, এটাই খুশির খবর। এখন ডাবিং-এডিটিংসহ অন্যান্য কাজ সম্পন্ন করে ঠিকঠাক মতো দর্শকের সামনে হাজির করতে চাই ‘লাল মোরগের ঝুঁটি’। যেটুকু শুট করতে পেরেছি তাতে আমি আনন্দিত।  

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুরের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।

পাণ্ডুলিপি কারখানার ব্যানারে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর,  জ্যোতিকা জ্যোতি, ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুরের সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।