খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন শুক্রবার (১৩ নভেম্বর)। বিশেষ এই দিনটি উপলক্ষে ছোট পর্দায় তাকে নিয়ে নানা আয়োজন রাখা হচ্ছে।
হুমায়ূন আহমেদের জন্মদিনে তার বিখ্যাত ছোটগল্প ‘বোতল ভূত’ অবলম্বনে নির্মিত বিশেষ শিশুতোষ টেলিছবি প্রচার হবে টেলিভিশনের পর্দায়। এটি নির্মাণ করেছেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।
টেলিছবিটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মো. ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী এবং তাহজীব।
এর গল্পে দেখা যাবে, সাত বছরের হুমায়ূনকে বোতলে ভরে একটি ভূত উপহার দেন রবীন্দ্রনাথের মতো দেখতে এক ব্যক্তি। সে ভূতকে দিয়ে তার সব সমস্যার সমাধান করান। শুধু তাই নয়, বোতল ভূতের সাহায্যে স্কুলে আয়োজিত ফুটবল ম্যাচও জিতে যায় হুমায়ূনের রয়েল বেঙ্গল ক্লাব!
টেলিছবি ‘বোতল ভূত’ দুরন্ত টিভিতে প্রচারিত হবে শুক্রবার দুপুর ৩টায়। এর আগে একই টেলিভিশনে ৬ পর্বের ধারাবাহিক হিসেবে এটি প্রচারিত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
জেআইএম/