সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ নামে সিনেমা বানাচ্ছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মীর সাব্বির। সিনেমাটির টাইটেল গানে কণ্ঠ দিলেন লোকসম্রাজ্ঞী মমতাজ।
ফোটে ফুল ফোটে, আলো অন্ধকারে/উঠে সূর্য উঠে, মিথ্যার মায়াজালে- এমন কথার ‘ফোটে ফুল ফোটে’ শিরোনামে গানটির কথা লিখেছেন মীর সাব্বির নিজেই। সুর-সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য ইমন চৌধুরী।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ইমনের নিকেতনের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন গানটির গীতিকবি-নির্মাতা মীর সাব্বিরও।
এ গান প্রসঙ্গে মমতাজ বাংলানিউজকে বলেন, ‘সুন্দর কথামালার গান। চমৎকার কথা, সুর-সংগীতের সঙ্গে আমিও ভালো গাওয়ার চেষ্টা করেছি। সবমিলিয়ে অন্যমাত্রার একটি গান হয়েছে। এ গান নিয়ে আমি বেশ আশাবাদি- ভালো কিছুই হবে...। ’
পরিচালনার পাশাপাশি ‘রাত জাগা ফুল’ সিনেমার চিত্রনাট্যও করেছেন মীর সাব্বির।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ওএফবি