ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হালাল ভালোবাসা এত সুন্দর বিয়ের আগে ভাবিনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
হালাল ভালোবাসা এত সুন্দর বিয়ের আগে ভাবিনি স্বামীর সঙ্গে সানা খান

বিনোদন দুনিয়ার কাজ ছেড়ে ইসলামের পথে ফিরে মুফতিকে বিয়ে করে বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান।  

সম্প্রতি গুজরাটের মাওলানা আনাস খানকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন তিনি। জানাচ্ছেন নানান অভিজ্ঞতার কথা।

বিয়ের পর সানা খান উপলব্ধি করেছেন, হালাল ভালোবাসা অনেক সুন্দর। এবং এটি তিনি আগে বুঝতে পারেননি বলেও জানিয়েছেন।

ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে সানা লেখেন, কখনও ভাবিনি হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।

তার আগে ইনস্টাগ্রামে মেহেদি পরা হাতের ছবি দিয়েছেন সানা লেখেন, আমার ভালোবাসা পবিত্র না হলে এত চড়া মেহেদির রং আসত না।  

সানা জানান, আল্লাহর জন্যই একের অপরকে তারা ভালোবেসেছেন। আল্লাহর জন্য শাদিও করেছেন। এই দুনিয়ায় আল্লাহ তাদের একসঙ্গে রাখুন। জান্নাতেও যেন আবার মিলিয়ে দেন।

২০০৫ সালে ‘ইয়েহি হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সানা। এরপর  ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘বজাহ তুম হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’র মত সিনেমায় দেখা যায় তাকে। কাজ করেছেন ‘বিগ বস’এও। তবে এখন এসব সবই অতীত।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।