ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্তের পোস্ট দিয়ে শুটিং করলেন তৌসিফ মাহবুব

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
করোনা আক্রান্তের পোস্ট দিয়ে শুটিং করলেন তৌসিফ মাহবুব সস্ত্রীক করোনা আক্রান্তের পোস্ট দিয়ে শুটিং করলেন তৌসিফ

সস্ত্রীক করোনায় আক্রান্ত এমন পোস্ট দেওয়ার ঘণ্টা দেড়েক পরই কারওয়ান বাজারের মতো জনবহুল এলাকায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত- মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে এই খবর দেশের প্রায় সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সবখানেই তৌসিফের ফেসবুক পোস্টের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়।  

অথচ, একইদিন সন্ধ্যায় তৌসিফকে কারওয়ান বাজারে রাফাত মজুমদার রিংকুর নাটকের কয়েকটি দৃশ্যের শুটিংয়ে দেখা গেল। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তৌসিফ মাহবুব নিজের ফেসবুকে লিখেছেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। আল্লাহ সকলকে শক্তি দান করুন। ছবিটি পুরাতন, কিন্তু বউটা এইবার অনেক অসুস্থ... #করোনা। শুধু বউ না, শ্বশুর বাড়িতে সবাই...। ...আমিও, দোয়া করবেন। প্লিজ...। ’

এমন পোস্ট দেওয়ার পরই তৌসিফকে শুটিং করতে দেখা যায়। তৌসিফের অবাক করা এই ঘটনায় ভক্ত-অনুরাগীসহ সবাই বিস্মিত। তিনি এ বিষয়ে এখনও মুখ খুলেননি। এ বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘তৌসিফ অসুস্থ ছিল। এখন সুস্থ। সুস্থ হওয়ার কারণেই আমার একটা নাটকের সামান্য কয়েকটি অংশ ছিল, রাস্তার দৃশ্য। সেটিরই শুটিং করেছে। ’

এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘করোনা আক্রান্তের পোস্ট দিয়ে শুটিং করতে যাওয়া অন্যায়। তার তো সেলফ আইসোলেশনে থাকার কথা। আমরা স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছি। অথচ, একজন শিল্পী নিজে করোনা আক্রান্তের পোস্ট দিলেন আবার জনবহুল এলাকায় শুটিং করলেন, এটা ঠিক হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।