ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘উস্কানিমূলক’ পোশাকে ফটোশুটের দায়ে গ্রেফতার মডেল সালমা এলশিমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
‘উস্কানিমূলক’ পোশাকে ফটোশুটের দায়ে গ্রেফতার মডেল সালমা এলশিমি সালমা এলশিমি

বিধি লঙ্ঘন করে প্রাচীন মিশরীয় সভ্যতার নির্দশন পিরামিডের সামনে ‘উস্কানিমূলক’ পোশাকে ফটোশুট করার দায়ে ফটোশিল্পীসহ গ্রেফতার হয়েছেন মডেল সালমা এলশিমি।

ফটোশুটের পর ছবিগুলো এলশিমি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন।

এরপরই মিশরীয় সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন, এলশিমি ও তার ফটোশিল্পী উভয়ই স্থানীয় পর্যটন বিধি লঙ্ঘন করেন।

পর্যটন পুলিশের অনুমতি না দিয়ে কেনো ফটোশুট করলেন এলশিমি?- সামাজিক মাধ্যমে অনেকের এমন ক্ষোভ ও দাবির মুখে রোববার (৩০ নভেম্বর) এলশিমি ও তার ফটোগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ।

শুধু তাই না, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ ‍ওঠেছে। অভিযোগটি এমন, পুলিশের পুরোপুরি গাফিলতি রয়েছে- তা না হলে এলশিমি এ ধরনের পোশাকে এখানে ফটোশুট করতে পারতেন না। পুলিশের বিরুদ্ধেও যেনো ব্যবস্থা নেওয়া হয়।

রক্ষণশীল অসংখ্য মিশরীয়রা রেগে গিয়ে এলশিমিকে গালিগালাজও করেছেন। তাদের দাবি, প্রাচীন মিশরীয় সভ্যতার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান যেনো কোনোভাবেই কলুষিত না হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।