ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূর

ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বৃহস্পতিবার রাতে নূর ভাইয়ের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে তার শারীরিক সমস্যা নেই।

এদিকে, আসাদুজ্জামান নূরের পারিবারিক সূত্র জানায়, তিনি যাতে ঝুকিমুক্ত থাকেন, সে কারণে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।