ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজিবের আন্তরিকতায় মুগ্ধ ফরিদ আহমেদ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
রাজিবের আন্তরিকতায় মুগ্ধ ফরিদ আহমেদ ফরিদ আহমেদ ও রাজিব

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে ৯টি দেশাত্নবোধক গান তৈরি করছেন ফরিদ আহমেদ। এর মধ্যে ১টি গান গেয়েছেন ক্লোজআপ তারকা রাজিব।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ফরিদ আহমেদের সুর-সংগীতে ‘বাঙালির ইতিহাস বঞ্চনা’ শীর্ষক গানটিতে কণ্ঠ দেন রাজিব। রাজিবের গায়কীতে বেশ সন্তোষ ছিলেন ফরিদ আহমেদ। রাজিবেরও গানটার প্রতি বেশ ভালোলাগা কাজ করে। তাই গানটিতে কণ্ঠ দেওয়ার পর মিউজিক ট্র্যাকটি তার মেইলে পাঠানোর জন্য ফরিদ আহমেদ অনুরোধ করেন।

রাজিবের অনুরোধে ট্র্যাক পাঠালেন ফরিদ আহমেদ। পরদিন গানটি নিজ বাসা থেকে গেয়ে ফরিদ আহমেদ পাঠান রাজিব। প্রথমবারের চেয়ে বেশ ভালো হয় দ্বিতীয়বারের গায়কী। যে কারণে বেশ খুশি হন ফরিদ আহমেদ। কিন্তু রাজিবের মনে হলো, গানটা আরও ভালো গাওয়া সম্ভব।  

তাই, শনিবার (৫ ডিসেম্বর) ফের তৃতীয়বার গানটি গেয়ে ফরিদ আহমেদকে পাঠান রাজিব। তার তৃতীয়বারের গায়কীতে গানটি হয়েছে সোনায় সোহাগা- উচ্ছ্বসিত ফরিদ আহমেদ হাসিমিশ্রিত কণ্ঠে জানালেন বাংলানিউজকে।

বললেন, ‘খুব আবেগতাড়িত হয়েছি। গানের প্রতি এ প্রজন্মের শিল্পীদের এতটা আন্তরিকতা দেখা যায় না বললেই চলে। প্রত্যেকটা শিল্পী যদি গানের প্রতি এমন আন্তরিক হয়, তাহলে ভালো গান হতে বাধ্য- আমি বিশ্বাস করি। রাজিবের এই নিষ্ঠাকে আমি শ্রদ্ধা জানালাম। তার জন্য আমার দোয়া-ভালোবাসা ও শুভকামনা। ’

এ প্রসঙ্গে রাজিব বাংলানিউজকে বলেন, ‘শৈশব থেকেই দেশাত্মবোধক গানের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা রয়েছে। আর ভালো গান হলে তো কথা’ই নেই। ‘বাঙালির ইতিহাস বঞ্চনা’ তেমনই একটি গান। চমৎকার সুর-সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ ভাই। তাই ভালোলাগা গানটি ভালোবেসেই গাইলাম। তাছাড়া কাজের প্রতি আমি সিরিয়াস হচ্ছি। এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো। ’

ফরিদ আহমেদের তৈরি দেশাত্মবোধক গানগুলো মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে দুপুর ২টায় ‘এসো গান গাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রচার করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসিমা বেগম।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।