ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ির দাম ধরলো পাকিস্তান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ির দাম ধরলো পাকিস্তান দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈত্রিক বাড়ি

বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও প্রয়াত রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংরক্ষণের উদ্যোগ বেশ আগেই নিয়েছে পাকিস্তান সরকার। এবার সেই বাড়ি দু’টির দাম নির্ধারণ করলো পাকিস্তান সরকার।

 

জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই দু’টি প্রাসাদতুল্য বাড়ি। গত সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্য সরকার বাড়ি দু’টি কিনে নিয়ে ‘ন্যাশনাল হেরিটেজ’-এর তালিকাভুক্ত করবে বলে সিদ্ধান্ত নেয়। নয়তো ধ্বংসপ্রাপ্ত অট্টালিকাগুলো ভেঙে দেওয়ার নির্দেশ এসেছে একাধিকবার। এবার বাড়ি কিনে নেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হলো।

দিলীপ কুমারের ১০৮৯ বর্গফুটের বাড়িটির দাম ধার্য করা হয়েছে ৮০ লক্ষ ৫৬ হাজার রুপি। রাজ কাপুরের ১৬৩৩.৫ বর্গফুটের বাড়িটি দেড় লক্ষ রুপিতে কিনে নেওয়ার কথা বলেছে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার। সংবাদসংস্থা সূত্রে খবর, পেশোয়ারের ডেপুটি কমিশনার মহম্মদ আলি আজঘর মূল্য নির্ধারণের দায়িত্ব পালন করেছেন।

রাজ কাপুরের বাড়িটিকে সেখানে ‘কাপুর হাভেলি’ বলা হয়। ১৯১৮ সাল থেকে ১৯২২-র মধ্যে বাড়িটি বানিয়েছিলেন অভিনেতার ঠাকুরদাদা। পেশোয়ার শহরের প্রাণকেন্দ্র কিস্সা খোয়ানি বাজারের সেই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন রাজ কাপুর।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।