ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয় হাসিনের কণ্ঠে ‘সিন্দুক’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
হৃদয় হাসিনের কণ্ঠে ‘সিন্দুক’ (ভিডিও)

তরুণ গায়ক ও সংগীত পরিচালক হৃদয় হাসিন। তবে সুরকার ও সংগীত পরিচালক হিসেবেই তার পরিচিতি-ব্যস্ততা।

 

বহু শিল্পীর গানে সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। নাটক-টেলিফিল্মেও তার সরব বিচরণ। আবার মাঝেমধ্যে নাটকের গানে কণ্ঠও দিয়েছেন। তবে এবার হৃদয় এলেন পূর্ণাঙ্গ গায়ক হিসেবে। গেয়েছেন অন্যের সুর ও সংগীতে। গানের শিরোনাম ‘সিন্দুক’। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করেছেন হৃদয় হাসিন।  

এ গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে হৃদয়ের সঙ্গে মডেল হয়েছেন আনিকা আলম। এ এম রিজুর চিত্রায়ণে মিউজিক ভিডিওর সম্পাদনা করেছেন রেজাউল রাজু।  

গানটি নিয়ে হৃদয় হাসিন বলেন, আমি আসলে এতো দিন গানের পেছনের মানুষ ছিলাম। সুর- সংগীত করেছি। তবে এখন থেকে সংগীত পরিচালনার পাশাপাশি গায়ক হিসেবেও নিয়মিত হতে চাই। আমার নিজের ইউটিউব চ্যানেলটিকে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনা করব। আর সেখান থেকেই নিয়মিত গান আসবে।

হৃদয় হাসিন জানান, শুধু নিজের গান নয়, অন্যান্য শিল্পীদের নিয়েও গান করবেন এবং সেগুলো তার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবেন।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।