ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হ‌ুমায়ূন-শাওনের ‘শুভ ১৬’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
হ‌ুমায়ূন-শাওনের ‘শুভ ১৬’ হ‌ুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওন

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওনের বিয়ের ১৬ বছর হয়ে গেছে। শনিবার (১২ ডিসেম্বর) তাদের বিবাহবার্ষিকী।

২০০৪ সালের এদিনে বিয়ে হয়েছিল তাদের।

প্রিয় মানুষ কাছে না থাকলেও তাকে স্মরণ করে ‘অশুভ ১৩’ শিরোনামে বিয়ে নিয়ে ফেসবুকে লিখেছেন শাওন। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

অশুভ ১৩...
এই ১৩ সংখ্যাটাই আমার জন্য সবচেয়ে শুভ... আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির জন্ম ১৩ তারিখ... আমাদের বিয়ের দিন তারিখও ১৩ হবার কথা ছিল... কিন্তু হঠাৎ করেই হুমায়ূন ভাবলেন একদিন আগেই বিয়ে করবেন... ঠিক করলেন ২০১২ সালের ডিসেম্বরের ১২ তারিখ (১২/১২/১২) ধুমধাম করে উদযাপন করবেন (বছরে ১৩ তম মাস থাকলে হয়তো ১৩/১৩/১৩ উদযাপনের কথা ভাবতেন তিনি)... 

এতক্ষণে নিশ্চয় বোঝা যাচ্ছে যে নানান গল্প ফেঁদে, ইনিয়ে বিনিয়ে আমি বলতে চাচ্ছি ডিসেম্বর 
১২ আমাদের বিবাহের তারিখ... হুম তাই... ।

খুব সাদামাটাভাবেই হওয়ার কথা ছিল আমার বিয়েটা... ভেবেছিলাম কোনরকম একটা শাড়ি পড়ে তিন বার কবুল বলা আর একটা নীল রঙের কাগজে কয়েকটা সাইন... 

হুমায়ূন এর বন্ধুরা আছেন তাঁর পাশে.., আর আছেন তাঁর মা... প্রকাশক মাজহারুল ইসলামের মা (আমার শাশুড়ি মা’র প্রিয় বান্ধবী) যখন তাঁর কাছে বিয়ের খবর জানিয়ে আমাদের জন্য দোয়া চাইতে গেলেন তখন তিনি স্পষ্টভাবে বললেন তাঁর বড়পুত্রের বুদ্ধি এবং দূরদর্শিতার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে... বড়পুত্র যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তখন নিশ্চয়ই নিজের ভালো বুঝেশুনেই নিয়েছে... নিজে উপস্থিত না হলেও প্রিয়পুত্রের সিদ্ধান্তের প্রতি তাঁর শুভকামনা সবসময়ই থাকবে... 

আমার পরিবারের কেউ আমার সাথে নেই.., এমনকি নেই কোনও বন্ধুও... সবাই ত্যাগ করেছে আমাকে...

ডিসেম্বরের ১১ তারিখ হুমায়ূন আমাকে জোর করে পাঠালেন নিউমার্কেটে... উদ্দেশ্য একখানা হলুদ শাড়ি কিনে আনা, যেন সন্ধ্যায় আমি হলুদ শাড়ি পড়ে নিজের গায়ে একটু হলুদ মাখি... বললেন- “তোমার নিশ্চয়ই বিয়ে নিয়ে, গায়ে হলুদ নিয়ে অনেক স্বপ্ন ছিল... আমাকে বিয়ে করার কারণে কোনোটাই পূরণ হচ্ছে না... আমি খুবই লজ্জিত... তারপরও আমি চাই আজ সন্ধ্যায় তুমি হলুদ শাড়ি পড়ে ফুল দিয়ে সাজবে... নিজের জন্য.., তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য..., আমার জন্য... আমরা দু’জনে মিলে আজ গায়ে হলুদ করবো...” 

আমি একা একা শাড়ি কিনলাম... গাঁদা ফুলের মালা কিনলাম... কি মনে করে একটা লাল পাঞ্জাবিও কিনে ফেললাম... 

সন্ধ্যায় নিজে নিজে সাজলাম... বাথরুমের আয়নায় নিজেকে দেখে আমার চোখ ফেটে পানি চলে আসলো... চোখ মুছে খোঁপায়, কানে গাঁদাফুলের মালা গুঁজলাম... হঠাৎ শুনি বাথরুমের দরজায় ধুমধাম শব্দ... দরজা খুলে বেরিয়ে দেখি ডালা কুলো হাতে মাজহার ভাইয়ের স্ত্রী স্বর্ণা ভাবী, পাশে ৩ বছরের ছোট্ট অমিয়... একটু দূরে লাল পাঞ্জাবি পড়া হুমায়ূন ঠোঁট টিপে হাসছেন... হই হই করে ঘরে ঢুকলো হুমায়ূনের আরও বন্ধু আর তাদের স্ত্রীরা... তারা আমার হাত ধরে টেনে নিয়ে গেল পাশের রুমে... 

চার-পাঁচটা প্রদীপ দিয়ে সাজানো ছোট্ট একটি পাশ... সেখানে হলুদের কি স্নিগ্ধ ছিমছাম আয়োজন...! লেখক মইনুল আহসান সাবের ভাইয়ের স্ত্রী কেয়া ভাবী আর মাজহার ভাইয়ের স্ত্রী স্বর্ণা ভাবী আমার আর হুমায়ূনের হাতে ‘রাখি’ও পড়িয়ে দিলো... সেকি খুনসুটি..! সে-কি আহ্লাদ..! সে এক অন্যরকম গায়ে হলুদ... আরেক ভাবী নামিরা স-ব মেয়েদের হাতে মেহেদী দিয়ে দিলো... আমার আর হুমায়ূনের দুই গাল কাঁচা হলুদে রাঙা... 
আহা... ২০০৪ সালের সেই রাত... 

আজ ১২ ডিসেম্বর... ২০০৪ এর এই দিনে কুসুম আর হুমায়ূন নতুন জীবন শুরু করেছিলো...কুসুমকে শুভেচ্ছা... কুসুমের হুমায়ূনকে শুভেচ্ছা...।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।