ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত নুসরাত ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
করোনা আক্রান্ত নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া ও নির্মাতা শিহাব শাহিন।   শিহাব শাহিন নিজেও করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

নুসরাত ফারিয়া বলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই।

শিহাব শাহিন বলেন, গত ৭ তারিখ থেকে আমি অসুস্থ, জ্বর আসে। এরপর আস্তে আস্তে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি এবং এরপর থেকে শুটিং বন্ধ রেখেছি।

তিনি আরও জানান, প্রথমে তার এবং ফারিয়ার করোনা উপসর্গ দেখা দিলে শুটিং বন্ধ করে দেওয়া হয়। পরে ফারিয়ার করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে শিহাব শাহিন নিজে টেস্ট না করালেও তিনি পজিটিভ বলে আশঙ্কা করছেন এবং বাসায় নিজেকে আইসোলেশনে রেখেছেন।

নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।