ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বিজয় দিবস উপলক্ষে ‘জননীর চোখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
বিজয় দিবস উপলক্ষে ‘জননীর চোখ’ নাটকটির দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত জান্নাত রুহী

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘জননীর চোখ’ প্রচার হবে টেলিভিশনের পর্দায়। সৈয়দ ইকবালের রচনায় নিজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অনিক বিশ্বাস।

নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শাহেদ আলী সুজন, নুসরাত জান্নাত রুহী, হাসনাত রিপন প্রমুখ।

‘জননীর চোখ’র গল্পে দেখা যাবে, স্বাধীনতার মাস উপলক্ষে বিদেশ থেকে ২ প্রবাসী বাঙালি তরুণ-তরুণী ‘জননীর চোখ’ নামে একটি অনলাইন ব্লগ করতে বাংলাদেশে আসেন। তাদের কাজ হলো স্বাধীনতার সময়কার সাধারণ নারীদের জীবনের গল্পগুলো তুলে ধরা।

বাংলাদেশে এসে তারা শুভ্রা এবং নোভা নামের দুই বৃদ্ধার সন্ধান পান, যাদের জীবনে খুব কষ্টের। কিন্তু শুভ্রা কিছুতেই ১৯৭১ সালের তাদের জীবনের গল্প বলতে রাজি হন না। অনেক বলার পর অবশেষে তারা নোভাকে রাজি করায়। নোভা শুভ্রাকে বোঝায় যে এই সাক্ষাৎকার দিলে হয়তো তাদের হারিয়ে যাওয়া আপনজনদের খুঁজে পাবেন। এভাবে এগিয়ে যাবে নাটকটির গল্প।

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাত ৯টা ০৫মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘জননীর চোখ’।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।