ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিরোনামহীনের গান দিয়ে সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার শফিক ইসলাম

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
শিরোনামহীনের গান দিয়ে সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার শফিক ইসলাম শিরোনামহীন সদস্যদের সঙ্গে সাউন্ড ইঞ্জিনিয়ার শফিক ইসলাম

গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেলো ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’র জমকালো আসর।  

এই আসরে সেরা ব্যান্ড নির্বাচিত হয়েছে শিরোনামহীন।

এই ব্যান্ডেরই ‘এই অবেলায়’ গানটির জন্য বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড জেতেন শফিক ইসলাম। শফিক প্রফেশনালী ২০১১ সাল থেকে সাউন্ড ইঞ্জিনিয়ার’র কাজ শুরু করেন।  

তার প্রথম কাজ ২০১২ সালে ওয়াফেইজের ‘সত্য’ অ্যালবামের মধ্য দিয়ে। এই পর্যন্ত তিনি ওয়ারফেইজ, আর্টসেল, শিরোনামহীন’র মত বড় ব্যান্ডগুলোর সঙ্গে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছেন।  

শফিক এর আগেও ২০১৮ ও ২০১৯ সালে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন। আর এবার ২০২০ এ শিরোনামহীন’র গান ‘এই অবেলায়’ জন্য বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।  

ব্যান্ড গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত নিয়েও কিছু কাজ করেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শফিক ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।