ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পকলায় শ্রদ্ধা জানানো হবে কাদেরকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
শিল্পকলায় শ্রদ্ধা জানানো হবে কাদেরকে আব্দুল কাদের

শেষ শ্রদ্ধা জানাতে বাদ যোহর আব্দুল কাদেরের মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) বাদ যোহর অভিনেতার মিরপুরের বাসা সংলগ্ন মসজিদে জানাজা নামাজ শেষে তাকে সেখানে নেওয়া হবে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম।

ক্যান্সারের সঙ্গে লড়াই করে পারলেন না বরেণ্য অভিনেতা আব্দুল কাদের। পাড়ি জমালেন ওপারে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুল কাদের’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর মরদেহ মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে।

কিংবদন্তি অভিনেতা আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। এছাড়া তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

আরও পড়ুন:

>> একজন আব্দুল কাদের এবং তার কমর্ময় জীবনের যত দ্যুতি

>> চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

>> দাদার মরদেহের অপেক্ষায় ছোট্ট লুবাবা

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
জেআইএম/ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।