ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার ক্রিস্টোফার প্লামার

অস্কারজয়ী অভিনেতা কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

‘দ্য সাউন্ড অব মিউজিক’ খ্যাত অভিনেতা প্লামার ক্যান্সিটিকাটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর সংবাদ তার পরিবার সদস্যরা জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।

বিগত সাত দশক ধরে তিনি শুধু সেলুলয়েড পর্দাতেই নয়, মঞ্চের দর্শকদেরও মাতিয়েছেন। অভিনয় করেছেন ‘দ্য সাউন্ড অফ মিউজিক’, ‘দ্য মায়ন হু উইল বি কিং’, ‘অল দ্য ওয়ার্ল্ড’-এর মতো সিনেমায়।

তিনি ২০১২ সালে বিগিনারস চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন এবং ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ও ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন।  

১৯২৯ সাল কানাডার এক ‘রাজকীয়’ পরিবারে জন্ম নেন ক্রিস্টোফার প্লামার। ‘রাজকীয়’ বলা হয় এ কারণেই, কেননা কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ক্রিস্টোফার। টরোন্টো শহরে বেড়ে ওঠেন তিনি। ছোটো থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষতা ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।