ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শামস তামান্নার ‘আমপাতা জোড়া জোড়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
শামস তামান্নার ‘আমপাতা জোড়া জোড়া’ ‘সূর্যকন্যা’ গানের একটি দৃশ্য

শৈশবে আমরা যত ছড়া পড়েছি তার মধ্যে অন্যতম ‘আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া’। তুমুল জনপ্রিয় এই ঐতিহ্যবাহী ছড়াটির রেশ ধরে এবার তৈরি হলো ভালোবাসার বিশেষ গান ‘সূর্যকন্যা’।

 

‘সূর্যকন্যা’শিরোনামের প্রেমের গানটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী শামস তামান্না। বিখ্যাত ছড়াটি থেকে দুটি লাইন নিয়ে গানের বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই।

গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল। ভালোবাসা দিবসকে সামনে রেখে গানটি আন্তর্জালে প্রকাশ হয়েছে ১২ ফেব্রুয়ারি।

গানটি প্রসঙ্গে শামস তামান্না বলেন, ‘গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতিটা আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার। ’

শামস তামান্নার এটি তৃতীয় গান। এর আগে ‘জালালী কইতর’ ও ‘মাতাল হাওয়া’ নামের গান দুটি দিয়ে তিনি প্রশংসিত হন।

‘সূর্যকন্যা’ মিউজিক ভিডিও:

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।