ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নাটকের গানে নয়ন সাদ্দাম 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
নাটকের গানে নয়ন সাদ্দাম 

সোহেল রাজ ও রেজওয়ানুল ইসলাম সানজিদের পরিচালনায় ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা জুটি বেঁধে ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি নাটকটির শুটিং পর্ব সম্পন্ন হয়েছে।

বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।  

লুৎফর হাসান রচিত এই খণ্ড নাটকের একমাত্র গানটি হচ্ছে তরুণ সংগীতশিল্পী নয়ন সাদ্দামের। ‘এতো স্বপ্ন দেখার কি দরকার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন এবং সুরও করেছেন তিনি নিজেই।

এ প্রসঙ্গে নয়ন সাদ্দাম বলেন, ‘এতো স্বপ্ন দেখার কি দরকার’ আমার প্রথম মৌলিক গান। গানটি লেখা ও সুর করা হয়েছিল ২০১৮ সালে। তখন বাংলাদেশের জনপ্রিয় কম্পোজার সাজিত সরকারের যোগাযোগ করে গানটি শোনাই। তবে গানটি রেকর্ডিং করা হয় ২০২০ সালে। এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।

জানা যায়, ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ নাটকটি নির্মিত হয়েছে ‘টিমওয়ার্ক’র ব্যানারে। খুব শিগগিরই নাটক ও গান একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলসহ ইউটিউবে প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।