ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনুরাগ-তাপসীদের পেছনে বড় ষড়যন্ত্র দেখছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
অনুরাগ-তাপসীদের পেছনে বড় ষড়যন্ত্র দেখছেন কঙ্গনা

আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন বলিউডের অন্যতম নির্মাতা-প্রযোজক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী তাপসী পান্নু। আয়কর বিভাগের অনুসন্ধানে তাদের সাড়ে ছয়শ’ কোটি রুপির হিসাবে গরমিল আসার পর থেকেই বলিউড সরগরম।

 

ইতোমধ্যে এ ঘটনা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। একের পর এক টুইট বার্তায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ‘বলিউড কুইন’। প্রথম টুইটে কঙ্গনা লেখেন, ‘আয়কর দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাপসী ও অনুরাগের ফোন থেকে সবরকম তথ্য মুছে ফেলা হয়েছে। আর্থিক অনিয়ম কাণ্ডে কতজন জড়িয়ে রয়েছেন তা সামনে এলে হয়তো সবাই অবাক হতেন। আমার সন্দেহ হয়েছিল তখনই, যখন আমি দেখেছিলাম পরিযায়ী শ্রমিকদের উস্কানি দিতে সরকারের বিরুদ্ধে নানারকম অ্যানিমেশনের বিজ্ঞাপন বানানো হয়েছিল, যা তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ করতে হয়েছে। ’

এরপর ‘মণিকর্ণিকা’খ্যাত অভিনেত্রী আরও একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘ফোন থেকে তথ্য মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু এরা খুব ছোট খেলোয়াড়। কল্পনা করে দেখুন, বলিউড ইন্ডাস্ট্রিতে সন্ত্রাসবাদের শেকড় কতটা গভীরে! আর কীভাবে এই ভণ্ডরা টাকার জন্য দেশকে ভাঙছে। কেন্দ্রীয় সরকারের উচিত সঠিক পদক্ষেপ নিয়ে সবার জন্য এক দৃষ্টান্ত স্থাপন করা, যাতে কেউ দেশকে টুকরো করে সন্ত্রাসের কাছে বিক্রি করতে না পারে। ’

Data can be retrieved, but these are small players, one can only imagine how deep rooted is terrorism in the film industry and how these bhands breaking India for money, government should set good example for everyone, they can’t sell tukde of this nation to terrorism. Jai Hind

— Kangana Ranaut (@KanganaTeam) March 5, 2021

বুধবার (৩ মার্চ) দু’টি বড় ফিল্ম প্রোডাকশন হাউজ, দু’টি ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং অভিনেত্রী তাপসী পান্নুর ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর। মুম্বাই, দিল্লি, পুনে, এবং হায়দ্রাবাদের মোট ২৮টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালায় আয়কর কর্মকর্তারা। অভিযোগে জানানো হয়েছে, বক্স অফিসে প্রকৃত আয়ের তুলনায় দেখানো আয়ে বিরাট কারচুপির প্রমাণ মিলেছে। প্রায় ৩০০ কোটি রুপি আয়ের অসঙ্গতির ব্যাখ্যা করতে পারেননি অনুরাগ কাশ্যপরা। পাশাপাশি, চলচ্চিত্র পরিচালক ও শেয়ারহোল্ডারদের মধ্যে প্রযোজনা সংস্থাটির শেয়ার লেনদেনের ক্ষেত্রেও কারসাজি করে প্রায় ৩৫০ কোটি রুপির কারচুপি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পাশাপাশি তাপসী পান্নু ও তার সংস্থার বিরুদ্ধে ২৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে। তিনি যে সমস্ত বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন সেগুলির দিকেও নজর রয়েছে আয়কর বিভাগের। ফলে বলিউড সংশ্লিষ্ট বেশকিছু সংস্থা প্রচণ্ড উদ্বেগের মধ্যেই রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।