ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন করে ‘জয় বাংলা’ গাইবেন কবীর সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
নতুন করে ‘জয় বাংলা’ গাইবেন কবীর সুমন কবীর সুমন

পশ্চিমবঙ্গে নির্বাচনী দামামার মধ্যেই নতুন গানের রাগ সৃষ্টি করলেন প্রখ্যাত সংগীতজ্ঞ কবীর সুমন। আর এই নতুন রাগের নাম দিয়েছেন ‘জয় বাংলা ভৈরব’।

 

গানের ওই রাগটি তিনি তৈরি করেন গত ফেব্রুয়ারির শেষ দিনে। কবীর সুমন ফেসবুকে পোস্ট করে লেখেন, 'জয় বাংলা। আজ ২৮.০২.২১, সকালে একটি নতুন রাগ তৈরি করলাম। নাম রাখলাম 'জয় বাংলা ভৈরব'। এই রাগে আমি বাংলা খেয়াল বন্দিশ ও আধুনিক বাংলা গান বানাব'।  

এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই রাগের ওপর বাংলা খেয়াল যেমন গাইব তেমনই এই মুহূর্তের উপযুক্ত বাংলা গানও বানাব, গাইব। জয় বাংলা। 'জয় বাংলা' সুর তুলে কবীর সুমন বলেন, 'বাংলা জিতবেই এবং বিরোধীরা হারবেই'।  

এ প্রসঙ্গে তিনি ভারতের স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘সংগীত মানেই রাজনীতি। যেকোনো উচ্চারণ, কিংবা হাসি-কান্নাও কিন্তু রাজনৈতিক। বহুদিন ধরেই রাগ রচনা করছি আমি। আসলে বাংলায় সেভাবে সংগীত নিয়ে আলোচনা হয় না। শুধু হেমন্ত-মান্না ছাড়া। আমি আধুনিক বাংলা গানে নাম করেছি ঠিক। কিন্তু আমার অধ্যবসায় হিন্দুস্তানি খেয়ালে। বাংলায় খেয়াল আগে হয়েছে, তবে মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবারও হচ্ছে। আমি বহুদিন ধরেই আমার মাতৃভাষাতে খেয়াল রচনা করছি এবং গাইছি'।  

কবীর সুমন আরো বলেন, আমি বাংলার মানুষ। রাজনৈতিকভাবে আমি অসাড় নই। আগেও আমি রাজনৈতিক গান তৈরি করেছি। আজকে আমার একটাই স্লোগান 'জয় বাংলা'। কেন্দ্রীয় সরকার এবং তাদের দালালরা বাংলায় একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরো কিছু রাগ তৈরি করে চলেছি। 'কন্যাশ্রী' রাগও তৈরি করেছি আগে। আলাদা করে ভৈরব বলব না। 'জয় বাংলা'ই বলব। পাঁচটা স্বরে তৈরি করেছি এই রাগ।

তিনি আরো বলেন, এই গানগুলো অবশ্যই ভোটের প্রচারের হাতিয়ার হবে। নামকরণেই তো রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। খেয়ালের গান হিসেবে যেমন থাকবে, আধুনিক গান হিসেবেও থাকবে। আশা করছি, মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানেন। মমতা ব্যানার্জি আছেন বলেই রাজ্য সংগীত একাডেমিতে খেয়াল শেখানো শুরু হয়েছে। তাই সবার আগে আমি তাকে শোনাবো। আবারও আমরা হাতে হাত ধরে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।