ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনায় মারা গেলেন ‘বেইলী রোড’ সিনেমার পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
করোনায় মারা গেলেন ‘বেইলী রোড’ সিনেমার পরিচালক মাসুদ কায়নাত

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত।  

সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ফরাজী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও মাসুদ কায়নাতের ঘনিষ্ঠ বন্ধু মনিরুল ইসলাম সোহেল।

তিনি বলেন, ৫-৬ দিন আগে কায়নাতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। আমার জানামতে তার বড় কোনো রোগ ছিল না।

সোহেল আরও জানান, সোমবার রাতেই কায়নাতের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কায়নাত মূলত একজন বিজ্ঞাপন নির্মাতা ছিলেন। হাজারেরও উপরে বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। চলচ্চিত্র ও নাট্যনির্মাতা হিসেবেও তার পরিচিতি রয়েছে। নিজের লেখা গল্পে তার একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘বেইলী রোড’। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনেতা নিলয় আলমগীর ও চিত্রনায়িকা আঁচলের বড় পর্দায় অভিষেক ঘটে।

বাংলাদেশে সময়: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
জে আইএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।