ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাফটা অ্যাওয়ার্ড ২০২১: ‘নোম্যাডল্যান্ড’র জয়জয়কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
বাফটা অ্যাওয়ার্ড ২০২১: ‘নোম্যাডল্যান্ড’র জয়জয়কার

নেটফ্লিক্সের ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমার সুবাদে বাফটা’র সেরা অভিনেতার মনোনয়ন পেয়ে দারুণ আশা জাগিয়েছিলেন আদর্শ গৌরব। তবে সেই শিরোপা জয় করেছেন ‘দ্য ফাদার’ সিনেমার বর্ষীয়ান অভিনেতা অ্যান্থনি হপকিন্স।

 

ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭৪তম আসরে পুরস্কার না জিতলেও প্রশংসিত হয়েছে গৌরব আদর্শের অভিনয়। প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও অভিনীত সিনেমায় এই তারকাদের ছাপিয়ে উজ্জ্বল হয়ে উঠেছেন তরুণ অভিনেতা গৌরব। ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমায় সেরা পুরুষ প্রধান চরিত্রের জন্য ইতোপূর্বে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি।

গত বছর বলিউডের উজ্জ্বল দুই নক্ষত্র ইরফান খান ও ঋষি কাপুর প্রয়াত হন। হলিউড অভিনেতা চ্যাডউইক বোসম্যান, ক্রিস্টোফার প্লামার, কির্ক ডগলাস, অ্যালান পার্কার, অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড, বারবারা উইন্ডসর, শন কেনেরি, জর্জ সেগালদের সঙ্গে বলিউডের দুই তারকার প্রতিও মরণোত্তর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বাফটার পক্ষ থেকে।  

এবার বাফটায় সবচেয়ে উজ্জ্বল ছিল একটি নাম ‘নোম্যাডল্যান্ড’। সিনেমাটি চারটি পুরস্কার জিতে তাক লাগিয়েছে।  

দেখে নিন বাফটা ২০২১ বিজয়ী যারা: 
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ইয়ুহ-জুং ইয়ান (মিনারি)
সেরা পার্শ্ব অভিনেতা: ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্লাক মেসিয়াহ)
সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড
সেরা অ্যানিমেটেড ফিল্ম: সৌল
সেরা পরিচালক: ক্লো ঝাও (নোম্যাডল্যান্ড) 
সেরা সিনেমা (ইংরেজি বাদে): অ্যানাদার রাউন্ড
সেরা ডকুমেন্টারি: মাই অক্টোপাস টিচার
সেরা সিনেমাটোগ্রাফি: নোম্যাডল্যান্ড
বাফটা অ্যাকাডেমি ফেলোশিপ: অ্যাং লি
স্পেশাল ভিজুয়াল ইফেক্টস: টেনেট
কস্টিউম ডিজাইন: ব্লাক বটম
সেরা এডিটিং: সাউন্ড অব মেটাল 

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।