ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্ত্রীর নির্যাতনের শিকার দেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ: নোবেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
স্ত্রীর নির্যাতনের শিকার দেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ: নোবেল সংগীতশিল্পী নোবেল

বিভিন্ন সাক্ষাৎকারে অপরিণত কথাবার্তা, ‘তামাশা’ গানের প্রচারণায় অন্য শিল্পীদের অশ্রদ্ধা, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় তার বিরুদ্ধে এফআইআর, জাতীয় সংগীত বিতর্ক—সব মিলিয়ে এপার-ওপারে ভীষণ সমালোচিত সংগীতশিল্পী নোবেল। অনেকেই তার ক্যারিয়ার শেষ বলে ভেবেছিলেন ওই সময়।

কিন্তু না, গত বছরের শেষে এসে ঘুরে দাঁড়িয়েছেন নোবেল। শুধরে নিয়েছেন নিজেকেও।  

অবশ্য এরমধ্যেও নোবেল যে বিতর্ক করছেন না তা কিন্তু নয়, মাঝেমধ্যে এটা সেটা বলে আলোচনায় থাকছেন, তৈরি করছেন বিতর্ক। এবার নতুন অভিমত প্রকাশ করে সাড়া ফেলেছেন। নারী-পুরুষের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে দাবি করেছেন, সমাজে স্ত্রী দ্বারা ৮০% স্বামী নির্যাতনের শিকার।

নোবেল লিখেছেন, ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা ‘সমাধিকার’ শব্দটি ভুলে যাচ্ছি না তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানষিক নির্যাতনের স্বীকার। বিষয়টা একবার ভেবে দেখবেন। '

ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তবে নিজের করা অনেক মন্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে এই উঠতি সংগীতশিল্পীর। যার কারণে নিজেদের পছন্দের তালিকা থেকে তার নাম ফেলেই দিচ্ছিলেন সবাই। তবে সাম্প্রতিক সময়ে নোবেল বেশকিছু ভিন্নমাত্রার কাজ দিয়ে ইতিবাচকভাবেই ফিরেছেন।

জিনিয়া জুঁই নামের এক নারী অবশ্য নোবেলকেই সমর্থন করে মন্তব্যে লিখেছেন, 'আমি একজন নারী হয়েই বলছি ইদানিং নারীদের একটু বেশি ছাড় দেওয়া হচ্ছে.. এত ছাড় দেওয়া আবার উচিত নয়.. হ্যাঁ ঠিক আছে নারী পুরুষের সমান অধিকার, তাই বলে কি নারীর কোনো অপরাধ নেই.. তারা দুধে ধোয়া তুলসী পাতা। তারপরে আবার এই প্রথমবার দেখলাম "পাবলিক নারীর চরিত্রের কথা বাদ দিয়ে পুরুষের চরিত্র কেমন সেটা যাচাই-বাছাই করছে এবং সর্বশেষে তাকে আইনের আওতায় এনে ছাড়ছে। '

একজন লিখেছেন, 'এই পোস্ট দিয়ে বুঝাইতে চাইছেন, খুব শিগগির আপনার দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াতে আসতেছে, দ্বিতীয় বিয়ের খবর শোনার জন্য অপেক্ষা রইলাম। '

উন্মুক্ত প্ল্যাটফরমে নোবেলের এমন অভিমত প্রকাশে রীতিমতো দ্বিধাবিভক্ত নেটিজেনরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।