ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হকার চরিত্রে জোভান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ১১, ২০২১
হকার চরিত্রে জোভান ফারহান আহমেদ জোভান

শিক্ষিত বেকার মো. আব্দুল কবির। গ্র্যাজুয়েশন সম্পন্ন করে শহরের বড় বড় কোম্পানিগুলোর দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি।

তবুও তিনি চাকরি পাননি।  

বাধ্য হয়ে পত্রিকা অফিসের খবরের কাগজ বিক্রি করার কাজ খুঁজে নিয়েছেন কবির। আর এসব কিছুই তিনি করেছিলেন প্রেমিকা নীলার অজান্তে। পত্রিকা বিক্রির চাকরি নেওয়ার পর থেকেই কবির নীলাকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিলেন। নীলা জানেন কবির কোনো একটা ছোট কোম্পানিতে চাকরি করছেন।  

নীলার সঙ্গে কবির যখনই দেখা করেন, তখনই খুব ফিটফাট হয়ে একজন চাকরিজীবীর মতোই নিজেকে উপস্থাপন করেন। আর পত্রিকা বিক্রির বেলা ছিল তার ভিন্ন রূপ! 

এমনই একটি গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘গ্র্যাজুয়েট হকার’। চয়ন দেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে হকার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। আরও অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরী, মৌসুমী মৌ প্রমুখ।  

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ একক নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে দীপ্ত টিভিতে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।