ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তির দিন বাংলাদেশ থেকে দেখা যাবে সালমান খানের ‘রাধে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ১২, ২০২১
মুক্তির দিন বাংলাদেশ থেকে দেখা যাবে সালমান খানের ‘রাধে’

প্রায় দেড় বছর পর বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তার বহুল প্রতীক্ষিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে।

শুরুতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ইচ্ছা প্রকাশ করলেও করোনা পরিস্থিতির কারণে এটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘ভাইজান’। ঈদের দিন ‘রাধে’ মুক্তি পাচ্ছে জিফাইভ গ্লোবালে। যেখানে বাংলাদেশ থেকেও আলোচিত সিনেমাটি দেখা যাবে।  

জানা যায়, একমাত্র বাংলাদেশে মুভিটির ডিজিটাল রিলিজ হবে। বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর ওটিটিতে দেখা যাবে ‘রাধে’।  

২০২০ সালে ‘রাধে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়। এরপর ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইদিনে সিনেমাটি বিভিন্ন ডিটিএইচ সার্ভিসেও দেখা যাবে।  

 ‘রাধে’ সিনেমায় সালমানের বিপরীতে থাকবেন দিশা পাটানি। এতে খলচরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুদা, তার সঙ্গে থাকছেন জ্যাকি শ্রফও।  

এটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।