গত বছর থেকে হাতে কোনো কাজ নেই। এরমধ্যে ২০২০ সালের আগস্টে মাকে হারিয়েছেন।
সব মিলিয়ে অর্থসংকটে পড়ে অবসাদে ভুগছেন কলকাতার অভিনেতা শুভ চক্রবর্তী। আর এর জেরে ফেসবুক লাইভে ‘আত্মহত্যা’র চেষ্টা করেছেন এই উঠতি অভিনেতা। ‘মনসা’, ‘মঙ্গলচণ্ডী’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
মঙ্গলবার (০৮ জুন) রাতে ‘আই কুইট’ ক্যাপশন লিখে ফেসবুক লাইভ শুরু করেন শুভ। লাইভ শুরুর কিছুক্ষণ পরেই তাকে কয়েকটি ওষুধ খেতে দেখা যায়।
এই অভিনেতার দাবি, তার হাতে যে ওষুধ ছিল সেগুলো ঘুমের ওষুধ। কয়টা ওষুধ খেয়েছেন সেটাও লাইভে জানিয়েছেন তিনি।
শুভ বলেন, হয়তো খুব বাজে অভিনয় করি। কিন্তু যতগুলো অভিনয় করেছি, দর্শক বলতো ভালো অভিনয় করে ছেলেটা। পরবর্তীতে যারা অভিনয় আসতে চান তাদের ভাবনা-চিন্তা করে এগোনো উচিত। নয়তো আমার মতো ৩১ বছর বয়সে এসে বেকার হয়ে যেতে হবে। অভিনেতারা তো মুহূর্ত নিয়ে বাঁচে। সেই মুহূর্তটা যদি হারিয়ে যায়, তবে এই পদক্ষেপ নিতে মানুষ বাধ্য হয়।
এরপরই ওষুধ খেয়ে তিনি আবার বলেন, ‘যদি বেঁচে থাকি তবে আবার একটা লাইভ করব। ’ সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ করে দেন।
হিন্দুস্তান টাইমস জানায়, লাইভ দেখে শুভর একজন ফলোয়ার দ্রুত থানায় খবর দেন। পুলিশও লোকেশন ট্র্যাক করে দ্রুত শুভর বাড়িতে পৌঁছায়। বাড়িতে মা এবং বোন থাকলেও তারা জানতে পারেননি দরজা বন্ধ করে শুভ কী করছেন। বর্তমানে নিরাপদে আছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ১০, ২০২১
জেআইএম