ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মৌসুমি ফল তুলে দিলেন নওশাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুন ১৩, ২০২১
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মৌসুমি ফল তুলে দিলেন নওশাবা

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের আম, জাম ও লিচুর মতো মৌসুমি ফলের স্বাদ দিতে ভিন্নরকম এক আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।  

ঢাকা উদ্যানের সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ফল উৎসবে অংশ নিয়েছেন এই তারকা।

সেখানে বস্তির ছেলে-মেয়েদের হাতে মৌসুমি ফল তুলে দেন নওশাবার। তাদের সঙ্গে কাটান দারুণ কিছু মুহূর্ত। বাচ্চাদের সঙ্গে সাংস্কৃতিক ও খেলাধুলাতেও অংশ নেন।

শনিবার (১২ জুন) সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে এই ফল উৎসবের আয়োজন করে পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন।

এ প্রসঙ্গে নওশাবা বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের বাচ্চাদের চেয়েও স্বাধীন কিন্তু তাদের জীবন অনিশ্চয়তায় ভরা। এদের প্রতিভা আরও বিকশিত করতে তাদেরকে আমি আমার পাপেট টিমে যুক্ত করব। আর এরা এমনিতেই অনেক প্রতিভাবান। তাদের ছবি নিয়ে নিয়মিতই দৃক গ্যালারিতে প্রদর্শনী হয়। বস্তির হলেও অনেকে দেখলাম আবাহনী মাঠে ক্রিকেট প্যাকটিস করে।  

তিনি আরও জানান, এই সুবিধাবঞ্চিত শিশুরা যদি সবার সহযোগিতা পায় তাহলে ভবিষ্যতে আরও ভালো করবে।

গরিব এ শিশুরা যেন মৌসুমি খাবার পায় এ জন্যই ফল উৎসবটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।