অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমাটি। এটি দিয়ে আগামী ২৫ জুন প্রায় ১৪ মাস পর খুলছে ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা।
গত বছর দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমাতে প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। পরে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হলেও বন্ধ ছিল মধুমিতা। তবে এবার দীর্ঘদিন পর এতে নতুন সিনেমা মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, মানসম্পন্ন সিনেমা মুক্তি না পাওয়ায় আমরা প্রেক্ষাগৃহ বন্ধ রেখেছিলাম। শাকিব খানের সিনেমাটি দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠছে।
আপাতত সাড়ে ১২টা, ৩টা ও ৬টার শো চলবে। পরবর্তীতে দর্শকসংখ্যা বাড়লে রাতের শোও চালু করা হবে বলেও জানান তিনি।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ গত বছর ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল। এর সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় পরিচালক ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলায় ১৮ দিন কারাবাসের পর চলতি বছর জানুয়ারিতে জামিনে মুক্তি পান তারা।
পরবর্তীতে ‘নবাব এলএলবি’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কর্তন সাপেক্ষে অনুমতি পায়। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে এতে শাকিব-মাহি ছাড়াও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, সীমান্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ১৯, ২০২১
জেআইএম