ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বর্ণবাদী মন্তব্য করে গ্রেফতার অভিনেত্রী!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
বর্ণবাদী মন্তব্য করে গ্রেফতার অভিনেত্রী! যুবিকা চৌধুরী

বর্ণবিদ্বেষী মন্তব্য করার কারণে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী যুবিকা চৌধুরী। পরে অবশ্য তিন ঘণ্টার মাথায় জামিনে ছাড়া পেয়েছেন বিগবস-৯-এর এই প্রতিযোগী।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গেল পাঁচ মাসে একটি ব্লগে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে যুবিকার বিরুদ্ধে। এ কারণেই গ্রেফতার করা হয় তাকে। অবশ্য তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অন্তর্বর্তী জামিনে যুবিকা চৌধুরীকে ছেড়ে দেওয়া হয় ৷ 

বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের কারণে যুবিকা ক্ষমা চাইলেও তা ভালোভাবে দেখছেন না সমালোচকরা। পরে তার সেই ভিডিও ভাইরাল হয়েছে।

যুবিকা টুইট বার্তায় ক্ষমা চেয়ে বলেছেন, একটি শব্দের অর্থ তিনি জানতেন না, তার জন্যই এই ভুল হয়েছে ৷ এর জন্য তিনি সবার কাছেই ক্ষমাপ্রার্থী ৷ কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না বলেও জানান যুবিকা ৷

যুবিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি তফশিলি জাতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ অন্তর্বর্তী জামিনে ছাড়া পেলেও পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৪ নভেম্বর ৷

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।