ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সূর্যবংশী: মুক্তির প্রথম দিনে আয় ২৬ কোটি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
সূর্যবংশী: মুক্তির প্রথম দিনে আয় ২৬ কোটি ‘সূর্যবংশী’র একটি দৃশ্যে অজয় দেবগন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ ও রণবীর সিং

অবশেষে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ জুটি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সূর্যবংশী’। শুক্রবার (৫ অক্টোবর) মুক্তি পায় সিনেমাটি।

মুক্তির প্রথমদিনেই সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।  

জানা যায়, রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ বিশ্বজুড়ে ৬৬টি দেশে মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। যা থেকে সিনেমাটির একদিনে আয় ২৬ কোটি টাকা।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এ সিনেমা মুক্তির দিন সংগ্রহ করেছে ২৬.৫০ থেকে ২৭ কোটি রুপি। মুক্তির দ্বিতীয় দিনে শনিবার সিনেমাটি ২৫ কোটি রুপি সংগ্রহ করতে পারে বলে পূর্বাভাস বক্স অফিস ইন্ডিয়ার।

প্রথম দিনের আয় প্রসঙ্গে সিনিয়র চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ বলেন, এটা দারুণ শুরু। মহারাষ্ট্রে এখনও হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার রয়েছে। এখানেই সিনেমার সবচেয়ে বড় বাজার। সিনে ইন্ড্রাস্ট্রির আয়ের ৩৫-৪০ শতাংশ এখান থেকেই আসে। তাই প্রথম দিনের ইঙ্গিতটা খুবই ভালো।  

আরেক বিশ্লেষক কোমল নহাটার বলেন, সূর্যবংশীর শুরুটা অসাধারণ হয়েছে। যেখানে মহারাষ্ট্র, গোয়া, বিহার , ঝাড়খণ্ড ও হরিয়ানায় সিনেমা হলে এখনও ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। এখনকার ২৫-৩০ কোটি টাকার ব্যবসা স্বাভাবিক সময়ে ৪০ কোটি টাকার মতো। সূর্যবংশী প্রথম দিনে যা সাফল্য পেয়েছে, তা সমগ্র ইন্ডাস্ট্রির মুখেই হাসি ফোটাবে।  

‘সূর্যবংশী’ সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। সিনেমাটিতে অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা গেছে। এ ছাড়া অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।