ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এই দিন দিন নয় আরো দিন আছে...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এই দিন দিন নয় আরো দিন আছে... হুমায়ূন আহমেদ ও কুদ্দুস বয়াতি

জনপ্রিয় সংগীতশিল্পী আবদুল কুদ্দুস বয়াতির পরিচিতি পাওয়ার পেছনে হুমায়ূন আহমেদের অনেক অবদান রয়েছে।

বাংলাদেশ সরকার যখন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করল, তখন হুমায়ূন আহমেদের লেখা ‘এই দিন দিন নয় আরো দিন আছে’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কুদ্দুস বয়াতি।

 

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে এই গানটি করার পেছনের গল্প জানিয়েছেন এই শিল্পী।

এ প্রসঙ্গে কুদ্দুস বয়াতি বলেন, ‘তিনি (হুমায়ূন আহমেদ) আমার জ্ঞানগুরু। ডেকে নিয়ে গান করাতেন। একদিন বললেন, তুমি হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে। তখন আমি বলি, আমি লেখাপড়া জানি না! কোনো দিন স্কুলের সামনে দিয়েও যাইনি। আমাকে দিয়ে শিক্ষার কাজ করাবেন!’

তখন হুমায়ূন আহমেদ কুদ্দস বয়াতিকে বলেন, ‘এই জন্যই তুমি করবা। শিক্ষা যে কত জরুরি, এইটা তুমি বললেই লোকের ভালো লাগবে। শিক্ষা না থাকলেও তুমি শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করবা। ’

হুমায়ূন আহমেদের সঙ্গে কুদ্দুস বয়াতি পরিচয় ১৯৮৮ সালে। এরপর থেকে কুদ্দুস বয়াতি নিয়মিতই গান শোনাতে এই কিংবদন্তি  কথাসাহিত্যিকে। তার পরিচালিত বেশকিছু সিনেমা ও নাটকেও গান করেছেন কুদ্দুস বয়াতি।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।