মুক্তির পর বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে অক্ষয় অভিনীত নতুন সিনেমা ‘সূর্যবংশী’। করোনা পরবর্তী সময়ে ভারতে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার পর প্রথম কোনো সিনেমা এতো সাড়া ফেলেছে।
রোহিত শেঠি পরিচালিত পুলিশ অ্যাকশন সিনেমাটি পাঁচ নভেম্বর মুক্তি পায়। মুক্তির পর ‘সূর্যবংশী’ দেখতে দর্শকের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। হাউজফুল হচ্ছে পায় সবগুলো শো।
শুধু ভারতের ‘সূর্যবংশী’ সিনেমাটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এছাড়া বিশ্বের নানা দেশে সিনেমাটি আয় করেছে আরও ৫০ কোটি রুপি।
সিনেমাটি দিয়ে স্ক্রিনে ঝড় তুলেই চলেছে অক্ষয়-ক্যাটরিনা জুটি। ‘টিপ টিপ বরসা পানি’ গানে নায়িকার থেকে চোখ ফেরানো দায়। অন্যদিকে নজর কেড়েছেন অক্ষয়-রণবীর-অজয় একসঙ্গে।
করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় বলিউডে একাধিক সিনেমার মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার প্রেক্ষাগৃহ খোলার ঘোষণার পরই একে একে আটকে থাকা সিনেমাগুলো মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা।
‘সূর্যবংশী’ সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সিনেমার চমক হিসেবে রাখা হয়েছে অজয় ও রণবীরকে।
ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জাভেদ জাফরি, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীরের মতো তারকারা।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনএটি